English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১১:৪৫

‘পাহাড়ের সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার’

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:
‘পাহাড়ের সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার’

পাহাড়ের সকল সম্প্রদায়ের উন্নয়নের লক্ষকে মাথায় রেখে কাজ করছে বর্তমান সরকার। পাহাড়ের মানুষ এদেশের বোঝা নয় দেশের সম্পদ। তাই সকল জাতি ধর্মের ব্যাক্তিকে অবশ্যাই সুশিক্ষায় শিক্ষা হয়ে এ অঞ্চলের জন্য ভূমিকা পালন করতে হবে।

বুধবার দুপুরে পানছড়ির পুজগাং করল্যাছড়ি সেতু ও দেবেন্দ্রপাড়া হতে অরন্য কুটির সংযোগ সেতুসহ সরকারের বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে স্থানীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন।

এসময় এমপি আরো বলেন, পাহাড়ের বসবাসরত সকলেই আমরা একে অপরের অভিন্ন মায়ের সন্তান। তাই সকলে জাতী,ধর্ম,বর্ণ নির্বিশেষে মিলে মিশে এ জেলার জনমানুষের উন্নয়নের লক্ষকে ধারণ করে কাজ করতে হবে। বর্তমান সরকার এ জেলার মানুষকে আন্তরিক ভাবে ভালোবাসেন বলেন ধারাবাহিক উন্নয়ন সাধিত হচ্ছে বলে তিনি এসময় উল্লেখ করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদ সদস্য সতীশ চাকমা, এড. আশুতোষ চাকমা,পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা,পানছড়ি ইউএনও মো: জাহিদ হোসেন ছিদ্দিক,আওয়ামীলীগ সভাপতি মো: বাহার মিয়া,সাধারণ সম্পাদক জয়নাথ দেব,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন বড়–য়া, সাবেক ইউপি মেম্বার গণেন্দ লাল ত্রিপুরা,আশিষ চাকমা প্রমূখ।

এর আগে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা পানছড়ির কুড়াদিয়া এলাকায় নবীন স্মৃতি ছাত্রাবাস,পুজগাং সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে দেবেন্দ্র পাড়া যাওয়ার রাস্তায় ছড়ার উপর দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু, উগ্যপাড়া ইইতে লম্বাপাড়া তারাবনছড়া পর্যন্ত দেড় কিলোমিটার ব্রিক সলিংসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।