English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১৬:৪৩

চট্টগ্রামে কিশোরী হত্যার দায়ে ছয়জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে কিশোরী হত্যার দায়ে ছয়জনের ফাঁসি
চট্টগ্রামে কিশোর হিমেল দাশ সুপেন হত্যা মামলায় ছয়জনকে ফাঁসির আদেশ দিয়েছে  আদালত। আসামিরা হলেন-মাহমুদুল ইসলাম, সুনীল দাশ, মো. হোসেন, নজরুল ইসলাম, মিজানুর রহমান ও মো. সেলিম। এদের মধ্যে চারজন কারাগারে আছেন।  বাকি দুইজন পলাতক।
 
বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এই আদেশ দেন।
 
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পিপি অ্যাডভোকেট এম এ নাসের জানান, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত ছয়জনকে ফাঁসির আদেশ দিয়েছে।
 
২০১১ সালের ৮ মে এসএসসি পরীক্ষার ফল ঘোষণার চারদিন আগে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিমেল দাশ সুপন নিখোঁজ হয়। পূর্ব পরিচয়ের সূত্র ধরে মাহমুদুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলামের সঙ্গে বান্দরবানে বেড়াতে গিয়ে অপহূত হন হিমেল।
 
পরদিন হিমেলের মা বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ১৪ মে বান্দরবানের নাগাঝিরি পাহাড় থেকে হিমেলের লাশ উদ্ধার করে পুলিশ।