English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১১:০১

কক্সবাজারে বিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলটসহ ৪

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে বিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলটসহ ৪

কক্সবাজারে নাজিরাটেক এলাকায় একটি বেসরকারি কার্গো বিমান বিধ্বস্ত হওয়ার পর পাইলটসহ ৪ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে বঙ্গোপসাগরেরর নাজিরাটেক পয়েন্টে এ বিমানটি বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুল মজিত বলেন, কার্গো বিমান বিধ্বস্ত খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত জানান, বেসরকারি এ কার্গো বিমানটি চিংড়ি পোনা আনা নেওয়ার কাজ করেতো। যশোর যাওয়ার পথে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের পাইলটসহ ৪ জন নিখোঁজ রয়েছেন।

তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা কাজ করছে। কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে।