English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ০২:৪১

আপন শাশুড়িকে ধর্ষণ : ঘরজামাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপন শাশুড়িকে ধর্ষণ : ঘরজামাই গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর হারুয়ালছড়ি ইউনিয়নে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে আরশাদুল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরশাদুল উপজেলার রোসাংগিরী ইউনিয়নের আজিম নগর গ্রামের কোরবান হাজীর বাড়ীর জনৈক মো. ইউনুছের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. সাহাব উদ্দিন জানান, গত ২৩ ফেব্রুয়ারি রাতে এক মাত্র মেয়ের জামাই আরশাদুল (৩৫) তার আপন শাশুড়িকে ধর্ষণ করলে ধর্ষিতা অসুস্থ হয়ে পরে। ২৭ ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন চিকিৎসা শেষে গত বুধবার বাড়িতে আসেন শাশুড়ি। পরে শুক্রবার নিজে বাদী হয়ে ঘরজামাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ভূজপুর থানায় মামলা দায়ের করেন তিনি। ভূজপুর থানার এস আই মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা হয়েছে ও ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।