English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১৩:২৩

নড়াইলে নারী দিবসের জাঁকজমকপূর্ণ আয়োজন

উজ্জ্বল রায়
নড়াইলে নারী দিবসের জাঁকজমকপূর্ণ আয়োজন

“অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান” এই শ্লোগানে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। র‌্যালি, আলোচনা সভার ও সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাঁকজমক পূর্ণভাবে এ দিবস পালিত হয়। 

সকাল ১০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় মহিলা সংস্থা কার্যালয়ে শেষ হয়। র‌্যালিতে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ডেমক্রেসিওয়াচ-এর অপরাজিতা প্রকল্প সহ স্থানীয় বিভিন্ন সংগঠন অংশগ্রহন করে।

র‌্যালি শেষে জেলা প্রশাসক জনাব মোঃ হেলাল মাহমুদ শরীফ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক জনাব এ্যাড: সুবাস চন্দ্র বোস, বিশেষ অতিথি পুলিশ সুপার জনাব সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ নাছিমা খাতুন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা জাহানারা ওয়াহিদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিচুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, ডেমক্রেসিওয়াচ - অপরাজিতা প্রকল্পের জেলা সম্বয়কারী মোঃ রেজাউল করিম, রাবেয়া ইউসুফ, রওশন আরা কবীর ও নারী নেত্রীবৃন্দ।