English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১৩:১৩

খাগড়াছড়িতে নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আল-মামুন
খাগড়াছড়িতে নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

অধিকার,মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক কর্মকর্তার অয়োজনে র‌্যালীটি টাউন হল থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে গিয়ে আলোচনা সভা করে। 

খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মাধবী বড়–য়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আব্দুর রহমান, সিভিল সার্জন ড.নিশিত নন্দী মজুমদার,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা প্রমূখ। 

আলোচনা সভায় বক্তরা বলেন, নারীদের অধিকার আদায়ের আমাদের সকলকে আরো আন্তরিক  হতে হবে। সেই সাথে বাড়াতে হবে সহযোগিতার হাত। নারী সমাজ এখনো অনেকটা পিচিয়ে আছে উল্লেখ করে বক্তরা বলেন, বর্তমান সরকারের নারী অধিকার বাস্তবায়নে আন্তরিক ভাবে কাজ করছে বলে জানান বক্তারা।