English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১১:৫৬

কাল জামাতের সকাল-সন্ধ্যা হরতাল

নিজস্ব প্রতিবেদক
কাল জামাতের সকাল-সন্ধ্যা হরতাল

মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগের রায়েও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখায় বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা দেন।

তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্র সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে বলা হয়।