English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৬ ১৯:৫৮

আজ শিব চতুর্দশী; চন্দ্রনাথ পাহাড়ে লাখো পুণ্যার্থীর ঢল

নিজস্ব প্রতিবেদক
আজ শিব চতুর্দশী; চন্দ্রনাথ পাহাড়ে লাখো পুণ্যার্থীর ঢল

 

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শিব চর্তুদশী তিথিতে ধর্মীয় আচার পালনে দেশ-বিদেশ থেকে সমবেত হয়েছেন হাজার হাজার পুণ্যার্থী।রোববার সন্ধ্যায় চন্দ্রনাথ ধামে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বিশ্ব বৈদিক সম্মেলন ও তিন দিনব্যাপী শিব চর্তুদশী মেলার উদ্বোধন করা হয়। সোমবার বেলা ১২টায় শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের কাঙ্খিত শিব চর্তুদশী তিথি।এই তিথিতে পূর্ব পুরুষের আত্মার সদগতি কামনায় বিভিন্ন ধর্মীয় রীতি অনুসরণ করেন সমবেত ভক্তরা।

রোববার থেকেই দেশি-বিদেশি পুণ্যার্থীরা সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এলাকায় ভিড় জমায়।সকাল থেকে সিঁড়ি বেয়ে প্রায় ১২০০ ফুট উঁচুতে শ্রী শ্রী চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দেবতা শিবিরের মন্দিরের দিকে শুরু হয় যাত্রা।মন্দিরে যাওয়ার আগে ব্যাস কুণ্ডে স্নান করেন ভক্তরা। তারপর পাহাড় চূড়ায় পূজা ও শিব লিঙ্গে অর্ঘ্য প্রদান।

মেলা কমিটির সাধরাণ সম্পাদক হারাধন চৌধুরী জানান, গত কয়েক বছরের তুলনায় এবার লোক সমাগম অনেক বেশি। প্রচুর বিদেশি ভক্তও এসেছেন।ভক্তদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তীর্থ যাত্রী নিবাস এবং মাঠে তাবু টাঙ্গিয়ে পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে।মেলা উপলক্ষে আগতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে চট্টগ্রামের অদ্বৈত অচ্চ্যুত তুলসীধাম।

চন্দ্রনাথ পাহাড়ের এই তীর্থ স্থানে চন্দ্রনাথ মন্দির, শম্ভুনাথ মন্দির, বীরুপাক্ষ মন্দির, ভোলানাথ গিরি সেবাশ্রম, দোল চত্বর, শ্রীকৃষ্ণ মন্দিরসহ বিভিন্ন মঠ-মন্দির ঘুরে ঘুরে দেখছিলেন ভক্তরা। সুনামগঞ্জ থেকে আসা ভক্ত সুপেন রায় বলেন, চট্টগ্রামে আগে কয়েকবার আসলেও এখানে আসা হয়নি। এই প্রথম এলাম। খুবই ভালো লাগছে।এখানে লাখ লাখ লোকের সমাগম হয়। সরকার যদি মন্দিরে ওঠার সিঁড়ি আরও উন্নত ও প্রশস্ত করে এবং পাশে মজবুত বেড়া দেয় তাহলে পুণ্যার্থীরা সহজে মন্দিরে পৌঁছাতে পারবে।

সনাতন ধর্মমতে ত্রেতাযুগে শ্রী রাম চন্দ্র, সীতা ও লক্ষণ ঋষিদের সঙ্গে নিয়ে সীতাকুণ্ডে এসেছিলেন। ওই ভ্রমণের স্মৃতি অনুসারে সীতা পাহাড় এবং সীতাকুণ্ডের নামকরণ করা হয় বলে জনশ্রুতি আছে। হিন্দু ধর্মীয় মতে কলিযুগে দেবাদিদেব মহাদেব (শিব) শিব চর্তুদশীতে সীতাকুণ্ডে অবস্থান করেন। একারণে এদিন ভক্তরা সীতাকুণ্ডে ছুটে আসেন। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে এ মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত।