English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৬ ১৮:২৩

মোবাইল ফোন মাধ্যমে প্রতারনার, চার নারীকে আটক

নিজস্ব প্রতিবেদক
মোবাইল ফোন মাধ্যমে প্রতারনার, চার নারীকে আটক
মোবাইল ফোনে ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগ পাওয়ার পর চার নারীকে আটক করেছে চট্টগ্রামের পুলিশ।
শনিবার গভীর রাতে হালিশহর বি-ব্লক ও আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী জানিয়েছেন। আটকরা হলেন- বিবি কুলসুম (৪০), পারভীন বেগম ওরফে আঁখি (২৫), মুক্তা বেগম (২৭) ও জরিনা বেগম (৫০)।

ওসি প্রণব জানান, বিবি কুলসুম মোবাইল ফোনে সদরঘাট এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। কিছুদিন পর শনিবার তাকে বাসায় যাওয়ার প্রস্তাব দেয়। “ওই যুবক তার এক বন্ধূকে নিয়ে হালিশহর এলাকায় গেলে তাদের বি-ব্লক খালপাড় এলাকার পোড়া কলোনিতে জরিনার বাসায় নিয়ে যাওয়া হয়।”

অভিযোগপত্রের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা প্রণব জানান, কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি ওই বাসায় গিয়ে দুই যুবককে মারধর এবং আঁখি ও মুক্তার সঙ্গে তাদের ‘আপত্তিকর ছবি’ তোলে।

ছবিগুলো প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে চক্রটি দুই যুবকের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে বলে জানান ওসি। “দুই যুবক বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা দেওয়ার পর তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ও ১০০ টাকার খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেওয়া হয়।”

দুই যুবকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর রাতেই চার নারীকে আটক এবং তাদের ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও খালি স্ট্যাম্প উদ্ধার করা হয় বলে জানান ওসি প্রণব। এ ঘটনায় আটক চার নারী ও আঁখির স্বামী সোহেলকে আসামি করে মামলা হয়েছে।