English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৬ ১৬:৪৩

৪ বাংলাদেশিকে ফেরত দেন বিএসএফ

নিজস্ব প্রতিবেদক
৪ বাংলাদেশিকে ফেরত দেন বিএসএফ
নিয়ম না মেনে ভারতে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।
 
তারা হলেন- নারায়ণগঞ্জ সদরের আব্দুল জলিলের মেয়ে মাধবী আক্তার (১৮), তাইজুল ইসলামের ছেলে হাসান (২৪), বাগেরহাটের মোল্লাহাটের এনায়েত মিয়ার স্ত্রী হালিমা বেগম (২৫) এবং শরীয়তপুরের নাড়িয়া উপজেলার আনোয়ার মিয়ার মেয়ে রিতা আক্তার (২২)।
 
শনিবার রাতে বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে চার বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ। বিজিবি জানায়, ভাল কাজের লোভ দেখিয়ে শুক্রবার রাতে তিন নারী ও এক পুরুষকে বেনাপোলের পুটখালী চরের মাঠ সীমান্ত দিয়ে পাচারকারীরা ভারতে নিয়ে যায়। এ সময় বিএসএফ সদস্যরা চারজনকে আটক করেন। তবে চার বাংলাদেশিকে কারাগারে না পাঠিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
 
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত চন্দ্র জানান, রোববার দুপুরে চারজনকে যশোর আদালতে পাঠানো হয়েছে।