English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৬ ১২:৩২

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

চট্টগ্রামের রৌফাবাদ এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে ‘শ্বাসরোধে’ হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত পারভীন আক্তার (৩২) রৌফাবাদ পাহাড়িকা এলাকার প্রবাসী নুরুল আলমের স্ত্রী। পারভীন ওই এলাকায় জয়নব ভিলা নামের এক বাড়ির তৃতীয় তলায় ছেলেকে নিয়ে থাকতেন বলে জানা গেছে।

বায়েজিদ বোস্তামী থানার এসআই রামধন চন্দ্র দাশ জানান, কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে ছেলেকে বাথরুমে বেঁধে রেখে পারভীনকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা বাসা থেকে সোনার গয়না নিয়ে যায়। গভীর রাতে পারভীনের ভাসুরের ছেলে মামুন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।