English Version
আপডেট : ৫ মার্চ, ২০১৬ ১৫:২৫

মেয়ে হত্যার অভিযোগ মায়ের ওপর

নিজস্ব প্রতিবেদক
মেয়ে হত্যার অভিযোগ মায়ের ওপর

চার বছরের মেয়েকে হত্যার অভিযোগে বরিশালের উজিরপুরে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন ইমরান হোসেন মিলন নামের এক ব্যক্তি।

শুক্রবার গভীর রাতে মামলাটি দায়ের করা হয় বলে জানান উজিরপুর থানার ওসি নূরুল ইসলাম।

তিনি বলেন, পারিবারিক কলহের জেরে তিন বছর ধরে মেয়ে স্বপ্নাকে (৪) নিয়ে উপজেলার তেরদ্রোন গ্রামে বাবার বাড়িতে বসবাস করেন নাজমা বেগম। শুক্রবার সকাল ৯টার দিকে নিখোঁজ হয় বাকপ্রতিবন্ধী স্বপ্না। অনেক খোঁজাখুজির পর সকাল সাড়ে ১০টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্বপ্নার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে পুলিশ কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, মেয়ের মৃত্যুর খবর পেয়ে মিলন ঘটনাস্থলে না গিয়ে মামলা করার জন্য আইনজীবী নিয়ে থানায় হাজির হন। প্রাথমিকভাবে ধারণা করছি পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে। তাই ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মামলার কোনো আসামিকে হয়রানি করা হবে না।