English Version
আপডেট : ৫ মার্চ, ২০১৬ ১১:৪৫

চর থেকে অন্তঃসত্ত্বা তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
চর থেকে অন্তঃসত্ত্বা তরুণীর লাশ উদ্ধার
যমুনার চর থেকে অজ্ঞাত এক অন্তঃসত্ত্বা তরুণীর (২৭) গলায় ফাঁস এবং হাত বাঁধা লাশ উদ্ধার করেছে। বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশ শুক্রবার বিকালে উপজেলার নিজবলাইল ও খোর্দ্দবলাইল গ্রোয়েনের মাঝামাঝি যমুনার চরে এ হাত বাঁধা লাশ পান।
 
পুলিশের ধারণা, প্রেমিক বিয়ে এড়াতে তাকে কৌশলে চরে এনে তাকে শ্বাসরোধ হত্যা করেছে।  আজ শনিবার সকালে তার লাশ মর্গে পাঠিয়েছে।   সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহায়েদুজ্জামান জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। তার পরনে সিট কাপড়ের জামা ও লাল রঙের পাজামা আছে। খবর পেয়ে শত শত নারী-পুরুষ সেখানে ভিড় করেন।   ওসির ধারণা, দরিদ্র পরিবারের ওই তরুণীর সঙ্গে কারো প্রেমের সম্পর্ক ছিল। ৪-৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় প্রেমিক তাকে কৌশলে ওই চরে এনে শ্বাসরোধে হত্যা করেছে। এ ব্যাপারে সারিয়াকান্দি থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন।