English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৬ ১৭:২১

ইটাখোলা মাদকমুক্ত রাখার ঘোষনা দেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
ইটাখোলা মাদকমুক্ত রাখার ঘোষনা দেন চেয়ারম্যান

নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গণসমাবেশে বেলুন উড়িয়ে এ ঘোষণা দেন নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান।

গনসমাবেশের সভাপতি বাল্যবিয়ে , যৌতুক ও মাদকমুক্ত উপজেলা ঘোষণার উদ্যোক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী এ সময় শপথবাক্য পাঠ করান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী।

এছাড়া গনসমাবেশে বিভিন্ন শ্রেণী পেশা ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সুধিজনেরা এ সমাবেশে উপস্থিত ছিলেন।

এসময়ে সদর ইউএনও সাবেত আলী বলেন, মার্চ মাসের মধ্যেই সদর উপজেলাকে বাল্য বিয়ে, যৌতুক ও মাদকমুক্ত হিসেবে ঘোষণা করা হবে। এরই ধারাবাহিকতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সব ইউনিয়ন বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত হিসেবে ঘোষণা শেষে বর্ণিল আয়োজনে সদর উপজেলাকে বাল্যবিয়েমুক্ত জেলা হিসেবে ঘোষণা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।