English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৬ ১২:০৮

ট্রাক চাপায় নিহত দুই পুলিশ

নিজস্ব প্রতিবেদক
ট্রাক চাপায় নিহত দুই পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় পুলিশের দুইজন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতরা হলেন পুলিশের সহ-পরিদর্শক সাদেকুল ইসলাম এবং সার্জেন্ট আতাউর রহমান।

বৃহস্পতিবার ভোরে জেলাটির কানসাটে এ ঘটনা ঘটে।

জেলাটির শিবগঞ্জ থানার ওসি মইনুল ইসলাম জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে কানসাটের পল্লী বিদ্যুৎ মোড়ে একটি ট্রাককে থামার সংকেত দেয় পুলিশ।

কিন্তু ট্রাকটি সংকেত অমান্য করে চলে গেলে ওই দুইজন পুলিশ কর্মকর্তা একটি মোটরসাইকেলে করে ট্রাকটির সামনে গিয়ে সেটি থামানোর চেষ্টা করে। কিন্তু ট্রাকটি তাদের চাপা দিয়েই চলে যায়। চালক ও ট্রাকটি আটক করতে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।