English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১২:৫৫

সিলেট সার্কিট হাউজে আগুন

নিজস্ব প্রতিবেদক
সিলেট সার্কিট হাউজে আগুন

সিলেট সার্কিট হাউজে অগ্নিকান্ডে ভিআইপি দুটি রুম পুড়ে গেছে। প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার সকাল ১১টার দিকে সার্কিট হাউসের একটি ভিআইপি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দুটি কক্ষ পুড়ে যায়।

জানা যায়, হঠাৎ করে সার্কিট হাউসের নতুন ভবনের একটি রুম থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা সার্কিট হাউসে পৌঁছার আগেই আগুনের তীব্রতা আরো বেড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। তবে সার্কিট হাউসের ২০১ ও ২০২ নম্বর ভিআইপি কক্ষের সকল আসবাবপত্র ও ইলেকট্রনিক্স মালামাল পুড়ে যায়।

সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হবে।