English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১২:১৪

আশুলিয়াতে দশ ঝুট গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক
আশুলিয়াতে দশ ঝুট গুদামে আগুন
আশুলিয়ার গোরাট এলাকায় ১০টি ঝুটের গুদাম আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে। বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
 
বুধবার ভোর ৪টার দিকে এমরান হাজির গোডাউনে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুনের লেলিহান শিখা পাশের আরও ৯টি গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈরের ২টি, ঢাকা ইপিজেডের ৪টি, ধামরাইয়ের ২টি, সাভারের ২টি, টঙ্গীর ২টি ও গাজীপুরের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

কিন্তু আশপাশে জলাধার না থাকায় পানির সংকটে এক পর্যায়ে আগুন নেবানোর কাজে ব্যাঘাত ঘটে। প্রায় ৩ একরের বিশাল এলাকা জুড়ে ওই গোডাউনগুলো ছিল।

গোডাউন মালিকদের দাবি এটা নাশকতামূলক কাজ হতে পারে। এতে তাদের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তারা।

সাভারে অবস্থিত ঢাকা ইপিজেডের স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, আগুনের খবর পেয়ে সাভার ও আশপাশ থেকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করে। কিন্তু আশপাশে জলাধার না থাকায় এক পর্যায়ে পানি পাওয়া যায়নি।