English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৬:৫০

নড়াইলে ইউপি সচিবদের কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে ইউপি সচিবদের কর্মবিরতি পালন

ইউনিয়ন পরিষদ সচিবদের ৩দফা দাবীতে নড়াইল জেলার সকল ইউপি সচিবগণ জেলা প্রশাসকের অফিস চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে। গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় নড়াইলেও এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দরা জানান, সরকার দাবি না মানলে আগামি ৮মার্চ জাতীয় প্রেসক্লাবের সমানে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে। জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি সৈয়দ নূরুল আলম রাখা জানান. দাবির মধ্যে রয়েছে ইউপি সচিবদের পদবী পরির্বতন এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরন। বেতন, বোনাস, আনুতোষিক, ল্যামগ্রান্ট, শ্রান্তি বিনোদন ভাতাসহ শতভাগ অর্থ সরকারি কোষাগার থেকে প্রদান এবং ইউপি সচিবদের পারিবারিক পেনশন সুবিধা চালু করা।