English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৬:১৫

নড়াইলে প্রতিবন্ধীদের জন্য ভ্রাম্যমান থেরাপি সেবা ক্যাম্পেইন শুরু

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি
নড়াইলে প্রতিবন্ধীদের জন্য ভ্রাম্যমান থেরাপি সেবা ক্যাম্পেইন শুরু

 

 নড়াইলে প্রতিবন্ধীদের প্রতিবন্ধীতার মাত্রা যাচাই ও ঝুঁকি নিরসনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার থেকে ২দিন ব্যাপি ভ্রাম্যামাণ মোবাইল থেরাপি সেবা ক্যাম্পেইন শুরু হয়েছে। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বেলা ১১টায় ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা।

পরে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইনী বিশেষজ্ঞ ডাঃ মায়া রাণী বিশ্বাস, ক্লিনিক্যাল ফিজিও থেরাপিষ্ট ডাঃ গাউসুল আজম, নড়াইলস্থ শিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মুনজুরুর রহমান শিকদার, অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সাংগঠনিক সম্পাদক বুলু দাস, শ্রাবণ মিডিয়ার নির্বাহী পরিচালক ইকবাল হাসান শিমুল, সাংবাদিক শেখ বদরুল আলম টিটো, বিডি খবরের প্রতিনিধি ওবায়দুর রহমান, সেলিম জাহাঙ্গীর প্রমুখ। মোবাইল থেরাপি ভ্যান-১৩  এর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুই দিন ব্যাপি এ সেবা পাওয়া যাবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে এ সেবা প্রদান করা হচ্ছে।