English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৪:১৩

বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে কারাদণ্ড

নড়াইলের লোহাগড়ায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজার হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো মাদ্রাসা ছাত্রী কামনা খানম। এ সময় বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে ১ মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কামাল শেখের মেয়ে কামনা খানম (১৪) এর সাথে উপজেলার কাশিপুর ইউনিয়নে পদ্মপিলা গ্রামের আদম শেখের ছেলে পলাশ শেখের (২০) মধ্যে গত রোববার রাতে বিয়ের দিন ধার্য ছিল।

বাল্য বিয়ের খবর পেয়ে ওই দিন রাত ১১টায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ওই বাল্য বিয়ে ভেঙ্গে দেন। এবং বাল্য বিয়ে আয়োজন করার দায়ে বর পলাশ শেখ ও কনের পিতা কামাল শেখকে (৩৫) ১ মাস করে কারাদন্ডের রায় দেন।

অপর দিকে, উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের সাইফুল ফকিরের মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী খাদিজা বেগম (১৩) এর সাথে একই উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের ছাত্তার জোমাদ্দারের ছেলে ইয়াছিন জোমাদ্দারের (২৮) মধ্যে গতকাল সোমবার দুপুরে বিয়ের দিন ধার্য ছিল।

খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম রেজা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ওই বাল্য বিয়ে বন্দ করে দেন। এবং বাল্য বিয়ে আয়োজন করার দায়ে কনের মা সোভা বেগমকে ৪ হাজার টাকা জরিমানা করেন। এবং বর ইয়াছিন জোমাদ্দারসহ ঘটক আবদিন মোল্যা (৫৫)কে ৭ দিন করে জেল প্রদান দেন।