English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৩:৫৮

বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধার

কুমিল্লায় এক শিশুর (৯) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে মনোহরগঞ্জ থানার দিশাবন্দ বাজারের পাশেই ছেলেটির লাশ পাওয়া যায়।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র ভট্ট জানান, সকালে একটি বস্তা দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। শিশুটির নাম রিয়াদ। শিশুটির বাবা মোহাম্মদ খোকন পুলিশকে জানিয়েছেন, রিয়াদ রাত এগারোটা পর্যন্ত বাজারে ছিল। সেখানে তার সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে সন্ধ্যায় হাতাহাতির ঘটনাও ঘটেছিল। পরে রাতে সে আর বাড়ি ফেরেনি।

সকালে বাজারের পাশে একটি খালি জায়গায় একটি বস্তা দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন থানায় খবর দেয়।ৎ পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে, কেন এবং কীভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।