English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৩:৪৬

মেয়েকে হত্যা করে বাবা পলাতক

নিজস্ব প্রতিবেদক
মেয়েকে হত্যা করে বাবা পলাতক

পরপর চারটি কন্যার পর পঞ্চম সন্তানটিও কন্যা। আর এই আক্ষেপে যশোরের অভয়নগর উপজেলায় তিনমাস বয়সী মেয়েকে হত্যা করেছে এক বাবা।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসির উদ্দিন বলেন, রোববার শিশুটির মা ঘরের বাইরে কাজে গেলে, তাকে কীটনাশক পান করায় শিশুটির বাবা। এরপর স্থানীয় হাসপাতালে নেবার পর চিকিৎসকেরা শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে সোমবার সেখানেই শিশুটি মারা যায়।

পুলিশ জানিয়েছে, শিশুটির বাবার নাম শাফিয়ার রহমান মোল্লা। শিশুটি মারা যাবার পর থেকে তার বাবা পলাতক রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।