English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১১:৫৫

কুমিল্লায় দুই শিশু হত্যা মামলার আসামি সফিউল আটক

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় দুই শিশু হত্যা মামলার আসামি সফিউল আটক
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুই শিশু হত্যা মামলার প্রধান আসামি তাদের সৎভাই সফিউল ইসলাম ছোটনকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ডিবির এসআই  শাহ কামাল আকন্দের নেতৃত্বে সাদা পোশাকের একদল পুলিশ রাজধানীর মালিবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ঘাতক সফিউল ইসলাম ছোটনকে আটক করা হয়।  আটকের পর জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ওই হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর নানা তথ্য দিয়েছে ঘাতক ছোটন।