English Version
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:২৭

মাত্র এক শতক জমি নিয়ে দুই এমপি’র লড়াই! প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি
মাত্র এক শতক জমি নিয়ে দুই এমপি’র লড়াই! প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া

 

নড়াইলের জমি নিয়ে বিরোধের জের ধরে নড়াইল-২ আসনের বর্তমান ও সাবেক দুই এমপি’র সমর্থিত লোকজনদের মধ্যে গতকাল গতকাল দেশিয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল সহকারে মহড়ার ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌর সভার কচুবাড়িয়া মৌজায় নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এসকে আবু বাকের ৯৬ শতাংশ জমি ক্রয় করেন। এর মধ্যে মাত্র এক শতাংশ জমি নিয়ে নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে স্থানীয় ভাবে কয়েক দফা সালিশ-বৈঠকও হয়েছে। ওই এক শতাংশ জমির মালিকানা দাবি করে সাবেক সংসদ সদস্য গত  বছরের ২৩ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন। বিরোধপূর্ণ জমি সম্পর্কে আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রতিবেদন চায় এবং স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি করে।

নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান অভিযোগ করে বলেন, নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এসকে আবু বাকেরসহ তার সমর্থিত লোকজন গতকাল রোববার সকালে আদালতের আদেশ অমান্য করে ওই জমি দখল করার চেষ্টা করেন এবং তারা স্থানীয় শ্রমিকলীগ অফিসে অবস্থান নেয়।

এ খবর পেয়ে বর্তমান এমপি’র লোকজন রামপুরস্থ ৮নং শ্রমিকলীগ অফিসের সামনে জড়ো হয়। উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোজাম খান বলেন, বর্তমান এমপি’র ভাই শেখ মফিজুর রহমানের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল লোকজন লাঠি-সোঠা নিয়ে শ্রমিকলীগ অফিসের সামনে এসে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকলীগের নেতা-কর্মীরা লক্ষ্মীপাশা খেয়াঘাট এলাকা থেকে লাঠি-সোঠা, রাম দা, ছ্যান দা নিয়ে একটি মিছিল বের করে। মিছিল থেকে বর্তমান এমপি’র বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ শ্লোগান দেওয়া হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুরে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য উপজেলা আ’লীগের উদ্যোগে পৌর আ’লীগের কার্যালয়ে উভয় পক্ষের নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং এ বিষয়ে মিমাংশার জন্য সভা অনুষ্ঠিত হবে ।