English Version
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:২২

তিন দফা দাবীতে কর্মবিরতি বাপসার

আল আমিন
তিন দফা দাবীতে কর্মবিরতি বাপসার

ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তনসহ তিন দফা দাবীতে দুই দিন ব্যাপী কর্মবিরতি কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)।

সোমবার দুপুর ১২টায় বাপসা খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে।

এ দাবীগ্রলো হলো- ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন; বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নিত করণসহ বেতন, বোনাস, আনুতোষিক, ল্যামগ্রান্ট ও শান্তি বিনোদন ভাতা শতভাগ অর্থ সরকারী কোষাঘার থেকে প্রদান; এবং আর্থিক নিরাপত্তার লক্ষ্যে ইউপি সচিবদের পারিবারিক পেনশন সুবিধা প্রধান।

এ কর্মবিরতিতে উপস্থিত ছিলেন, কবাখালী ইউপি সচিব দীশকন, বোয়ালখালী ইউপি সচিব চন্দ্র শেখর, কেয়াংঘাট ইউপি সচিব প্রয়াসী, ইউপি সচিব রত্মা, গুইমারা ইউপি সচিব দেবাশীষ, লতিবান ইউপি সচিব সুকান্ত, বেলছড়ি ইউপি সচিব তপন প্রমুখ।