English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:৪৪

নড়াইলে কলেজছাত্রকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে কলেজছাত্রকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

নড়াইলে আহাদুল শেখ (১৮) নামে এক কলেজ ছাত্রকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নড়াইল প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আহাদুলের পিতা হেদায়েত শেখ, মাতা রেবা বেগম, এলাকাবাসী রাকিব সিকদার নয়ন প্রমূখ।

জানা গেছে,নড়াইল পৌরসভার আহাদুল ইসলাম নড়াইল পলিটেকনিক কলেজের ছাত্র তার সাথে প্রতিবেশি তরিকুল ইসলামের কন্যা মারিয়া ইসলাম তন্নীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এ বিষয়টি নিয়ে গত ১০-১৫ দিন আগে তরিকুল ইসলামের লোকজন নানাভাবে শাসিয়ে যায়। ২৪ ফেব্রুয়ারী বুধবার রাত আনুমানিক ৯টা সাড়ে নয়টার দিক তাকে কে বা কারা ফোনে ডেকে নিয়ে যায়। অনেক খোজাখুজি পরও তাকে পাওয়া যায়না, পরে রাত তিনটার দিক ্রপ্রমিকার বাড়ির বাউন্ডারি ওয়ালের ভিতরে থাকা ছোট একটি লিচু গাছের সাথে গলায় ফাঁস দেওয়া আহাদুল মরদেহ পাওয়া যায়।

২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে নড়াইল থানা পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। নড়াইল সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, আহাদুলের লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা বিষয়টি রিপোর্ট পাবার পর জানা যাবে।