English Version
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:২০

সড়ক দূর্ঘটনায় ফটো সাংবাদিকসহ নিহত ২

উজ্জ্বল রায়
সড়ক দূর্ঘটনায় ফটো সাংবাদিকসহ নিহত ২

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় নড়াইলের লোহাগড়া উপজেলার ফটো সাংবাদিকসহ  ২জন নিহত হয়েছেন।

নিহত ফটো সাংবাদিক এস এম নাছির উদ্দিন চান্দু (৪৭) লোহাগড়ার মল্লিকপুর ইউপি’র যোগিয়া গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে।  অপরজন একই গ্রামের সালাম সরদারের ছেলে তিতাস গ্যাস কোম্পানীর কর্মচারী নাজমুল সরদার (৪৮)।

নাছির জাতীয় দৈনিক সন্ধ্যা বাণীর নড়াইল জেলার ফটো সাংবাদিক। তার এ অকাল মৃত্যুতে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এছাড়াও জেলা অনলাইন মিডিয়া ক্লাবসহ জেলার লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকরা শোক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে নিহত নাছির উদ্দিন ও সালাম মোটরসাইকেল যোগে ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এবং ঘটনাস্থলে দুজনই নিহত হন।  শনিবার সকাল ১০টায় নিহতদের জানাযা শেষে  পারিবারিক কবর  স্থানে দাফন করা হয়েছে।