English Version
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৫০

নারী ইয়াবা ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
নারী ইয়াবা ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গার শান্তি পাড়ায় এক ইয়াবা ব্যবসায়ী রুবিনা খাতুনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা জেলা ডিবির উপ পরিদর্শক ইব্রাহীম আলি জানান, চুয়াডাঙ্গা শান্তিপাড়ার রুহুল আমিনের মেয়ে রুবিনা খাতুন (২৫) বেশ কিছুদিন থেকে বাড়ী বসে ইয়াবা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই ইব্রাহীম ও এ এস আই রফিকুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৭টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতরাতেই তাকে মামলা সহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার দুপুরে কোর্টে চালান করা কথা ছিল।