English Version
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৩৫

পলাতক আসামি অাটক

নিজস্ব প্রতিবেদক
পলাতক আসামি অাটক

২ বছরের সাজাপ্রাপ্ত আব্দুল জলিল (৪০) নামে এক পলাতক আসামিকে অাটক করেছে পুলিশ ।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করেছে পুলিশ । আটককৃত আসামি চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার গহেশপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

জীবননগর থানার এস আই আছের আলী জানান, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় নারায়ণগঞ্জের আদালত আব্দুল জলিলকে ২ বছরের কারাদন্ড দেন। সাজাপ্রাপ্ত  এ আসামি পলাতক ছিলেন।

গোপন সূত্রে খবর পেয়ে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। আজ শনিবার দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।