English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৫৪

বাস-ট্রাকে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
বাস-ট্রাকে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকার কামাক্ষির মোড় নামক স্থানে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন। এসময়ে আরও ১০ জন আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার বিকেল চারটার দিকে কালিহাতী উপজেলার যোকারচরে কামাক্ষির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী সালমা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী কাপড় বোঝাই একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকসহ তিনজন নিহত হয়। এ ঘটনায় আরও ১০ জন আহত হন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।