English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৫৭

কুমিল্লাতে শ্বাসরোধে যুবক হত্যা

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লাতে শ্বাসরোধে যুবক হত্যা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বুধবার বিকালে মুরাদনগর সদর ইউনিয়নের করিমপুর গ্রামের কবরস্থানের পাশের জমি থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এক যুবকের লাশ পড়ে আছে এমন খবরে আশপাশের কয়েক গ্রামের মানুষ তাকে দেখতে এসে তার পরিচয় শনাক্ত করতে পারেনি।

মুরাদনগর থানার এস আই মাহবুব আলম বলেন, নিহত যুবকের বয়স আনুমানিক ২০ বছর। তার গায়ের রং কালো। উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। তার পরনে জিন্স প্যান্ট ও হাফ শার্ট রয়েছে। তার গলায় কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে।