English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:০৬

মানিকগঞ্জে বাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১৫

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জে বাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১৫
মানিকগঞ্জের ঘিওরে একটি যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রায় ১৫ জন দগ্ধ হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা-আড়িচা মহাসড়কের তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘিওর থানার ওসি মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
 
স্থানীয়রা জানায়, গাবতলী থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী নবীনবরণ পরিবহনের বাসটি উক্ত এলাকায় পৌঁছালে হঠাৎ করেই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে গাড়িতে আগুন ধরে গেলে অন্তত ১৫ যাত্রী দগ্ধ হন। এসময়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন আরও ৫ যাত্রী।
 
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সড়ক থেকে বাসটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। 
 
আহতদের মধ্যে ১০ জনকে মানিকগঞ্জে সদর হাসপাতালে এবং ছয়জনকে স্থানীয় মুন মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।