English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:০৯

ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিয়ে থেকে বাঁচল কিশোরী

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি
ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিয়ে থেকে বাঁচল কিশোরী

 

নড়াইলের লোহাগড়ায় বিচারকের উপস্থিতিতে বাল্যবিয়ে পন্ড করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে জানা গেছে, রোববার (২১ ফেব্র“য়ারি) বিকালে উপজেলা করফা গ্রামে আশরাফুল আলমের মেয়ে ও ইতনা স্কুল এ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী আইরিন সুলতানা (১৬)’র সাথে একই উপজেলার শামুকখোলা গ্রামের মুজিবর রহমানের ছেলে নুরুজ্জামানের বিয়ের দিন ধার্য ছিলো। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সেলিম রেজা বিয়ের আসরে উপস্থিত হয়ে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। এ বিয়েতে যশোর আদালতের অতিরিক্ত জেলা দায়রা জর্জ মুঞ্জুরুল ইসলাম নিমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।#