English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:৪১

শহীদ মিনারে বোমাবাজি; হাতবোমা, গান পাউডারসহ আটক ১০

নিজস্ব প্রতিবেদক
শহীদ মিনারে বোমাবাজি; হাতবোমা, গান পাউডারসহ আটক ১০

 

গতকাল একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে বোমা হামলার ঘটনায় ১০টি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম, গান পাউডার, লোহার রড ও লাটিসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুর সোয়া ১২টায় যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শহীদ মিনারে বোমা হামলার ঘটনায় রাতে ও সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে দুই পক্ষের বোমাবাজি ও গুলি বিনিময়ে শ্রদ্ধাঞ্জলি দিতে পারেননি হাজারো ভাষাপ্রেমী।

শনিবার রাত ১২টা ২৫ মিনিটের দিকে যশোর সরকারি এম এম কলেজ ক্যাম্পাসে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

এরপর জেলা ছাত্রলীগ শ্রদ্ধাঞ্জলি জানাতে যাওয়ার সময় বেদির পাশে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। পরে আরও কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। এসময় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা কয়েক হাজার মানুষ আতঙ্কে দিক-বেদিক ছোটাছুটি করেন। যশোর জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার সাফিন মাহমুদ জানান, ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।