English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৫৭

যশোর শহীদ মিনারে বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
যশোর শহীদ মিনারে বোমা বিস্ফোরণ

যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানানোর সময় বোমা বিস্ফোরণ হয়েছে। এ বিস্ফোরণ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর এমএম কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান। এর পরপরই শ্রদ্ধা জানাতে বেদীতে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় শহীদ মিনার চত্বরে হট্টগোল শুরু হয়। সাথে সাথে শহীদ মিনারের উত্তর পাশে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। একটি ককটেল শহীদ মিনারের সামনে পড়ে বিস্ফোরিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। 

শহীদ মিনারে যাওয়া সাধারণ নারী-পুরুষ ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় পুরো এলাকা। শ্রদ্ধাঞ্জলী নিবেদনের কর্মসূচি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ককটেল বা গুলিতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেছেন, সংসদ সদস্যের প্রতিপক্ষ গ্রুপ এ হামলা চালিয়েছে। হামলায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।