English Version
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:২৬

শ্রমিক নেয়ার মালয়েশীয় স্থগিতাদেশ আইওয়াশ

অনলাইন ডেস্ক
শ্রমিক নেয়ার মালয়েশীয় স্থগিতাদেশ আইওয়াশ
বাংলাদেশের ১৫ লাখ শ্রমিক নেয়ার ব্যাপারে মালয়েশীয় কর্তৃপক্ষের স্থগিতাদেশকে ‘আইওয়াশ’ বলে অভিহিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামসুন্নাহার। তার মতে বৃহস্পতিবার স্বাক্ষরিত মালয়েশিয়ার সরকারের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতেই সব ধরণের শ্রমিক নেবে দেশটি।
 
শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি ঘোষণা করেন যে , মালয়েশিয়া বাংলাদেশ সহ সব বিদেশি শ্রমিকের নিয়োগ আপাতত স্থগিত করেছে। এর মাত্র একদিন আগে বাংলাদেশের সঙ্গে আগামী তিন বছরে ১৫ লক্ষ শ্রমিক নেয়ার বিষয়ে সমঝোতা স্বাক্ষর করে দেশটি। তবে মালয়েশিয়া স্থগিত করলেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামসুন্নাহার এখনো এই চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আশাবাদী।
 
মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগের বিরোধীদের ঠাণ্ডা করতে এই মন্তব্য করেছে উল্লেখ করে স্থানীয় একটি ইংরেজি দৈনিককে তিনি বলেন, মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগের বিরোধীদের ঠাণ্ডা করতে এই ঘোষণা দিয়েছে। তিনি এই ঘোষণাকে ‘আইওয়াশ’ বলে উল্লেখ করেন। উল্লেখ্য, শ্রমিক নিয়োগ স্থগিত হওয়ার এই ঘোষণার বিষয়ে এখনো আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে জানায়নি মালয়েশিয়া। 
 
মালয়েশিয়ার ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী নুর জাজলান মোহামেদ বলেন, শ্রমিক নিয়োগ স্থগিত করা হয়েছে যাতে পূত্রজায়া দেশে কতো বিদেশি শ্রমিক প্রয়োজন সেটা মূল্যায়ন করতে পারে। ঢাকার সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ তিন বছর উল্লেখ করে তিনি বলেন, আমাদের এখনই এটার বাস্তবায়নের বাধ্যবাধকতা নেই।
 
এদিকে বিদেশি শ্রমিক নিয়ে আসার এই সিদ্ধান্ত মালয়েশিয়ায় সমালোচিত হয়েছে কারণ এখনো বিদেশি শ্রমিকদের একটা বিরাট সংখ্যক কাগজপত্র বিহীন। এদিকে ব্যবসায়ীরাও বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিত হওয়ায় এর প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। 
 
মালয়েশিয়ায় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সেক্রেটারি জেনারেল এন গোপাল কৃষ্ণাম বিদেশি শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত হওয়াকে স্বাগত জানিয়েছেন। তারপরেও মালয়েশিয়া বিদেশি শ্রমিকের চাহিদার বিষয়ে একটি তদন্তের দাবি জানিয়েছেন।  এদিকে মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশনের শামসুদ্দিন বারদান আশা প্রকাশ করেছেন, বর্তমানে আসার অপেক্ষায় থাকা শ্রমিকদের মালয়েশিয়া আসার ব্যাপারে এই স্থগিতাদেশ কোনো প্রভাব ফেলবে না। 
সূত্র- ইত্তেফাক