English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:০৬

নড়াইলে কুড়িগ্রাম মহাশশ্মান কালী মন্দিরের জমি অবৈধ দখল থেকে উদ্ধার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি ঃ
নড়াইলে কুড়িগ্রাম মহাশশ্মান কালী মন্দিরের জমি অবৈধ দখল থেকে উদ্ধার

 

নড়াইল পৌরসভার কুড়িগ্রাম মহাশশ্মান  কালী মন্দিরের শতবছর অবৈধ দখলে থাকা ৪ একর ৬৭ শতক জমি নিজের দখলে নেওয়া হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় ৭ নং ওয়ার্ড কাউন্সিলর এহসান হাবীব তুফান, রিপন আলীসহ কমিটির নেতৃত্বে আদিবাসী সম্প্রদায়ের দুইশতাধিক নারী-পুরুষ এসময় উপস্থিত ছিলেন। জানাগেছে, কুড়িগ্রাম মৌজার ৯ একর ৩৪ শতক জমি জমিদার আমলে দুইভাগে ভাগ করে  মুসলমানদের কবরস্থানের জন্য এবং  কুড়িগ্রাম এলাকার মহাশশ্মানের জন্য দান করেন। কবরস্থানের জমি সীমনা প্রাচীর দিয়ে দখলে রাখলেও মহাশশ্মানের জমি এলাকার প্রভাবশালীরা অবৈধ ভাবে দখল করে ভোগ করে আসছিল। কুড়িগ্রাম মহাশশ্মান  কালী মন্দির কমিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ  (গোরা ঘোষ) ও সহ-সভাপতি কার্ত্তিক সরদার বলেন, এলাকার প্রভাবশালীরা এখানকার জমি অবৈধভাবে দখল করে ভোগ করছিল। আজ আমাদের জমি আমরা দখলে নিছি। নব নির্বাচিত ৭ নং ওয়ার্ড কাউন্সিলর এহসান হাবীব তুফান বলেন,  কুড়িগ্রাম, দক্ষিননড়াইল, বেতবাড়িয়াসহ আশেপাশের হিন্দু ধর্মাবলম্বীদের লোকজন মারা গেলে এখানে শেষ কৃত্য সম্পন্ন করা হয়। কুড়িগ্রাম মহাশশ্মান  কালী মন্দিরের ৪ একর ৬৭ শতক জমি হলেও এলাকার প্রভাশালীরা ভোগ দখল করে আস ছিল। আজ প্রভাবশালীদের দখলে থাকা জমি মহাশশ্মান কালী মন্দির কমিটির লোকজনসহ স্থানীয় দুই শতাধিক নারী-পুরষ তাদের জমি দখল নেয়।