English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:২২

চোরের হামলায় শিকার টনিক বেঁচে নেই

অনলাইন ডেস্ক
চোরের হামলায় শিকার টনিক বেঁচে নেই

নড়াইলের মশাঘুনি এলাকার চোরের হামলায় আহত হওয়া টনিক শেখ (৩৫) মারা গেছেন। অাহত হবার বার দিন পর গতকাল রাত ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

টনিক মশাঘুনির নূর ইসলামের ছেলে।

নিহত টনিকের ভাই রবিউল ইসলাম জানান, গত ৫ ফেব্রুয়ারি গভীর রাতে অজ্ঞাত চোরের দল তাদের ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। টের পেয়ে বাড়ির লোকজন চোরদের ধরতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে টনিককে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। আহত হওয়ার ১২দিন পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে টনিক মারা যান।