English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:২৭

পালিয়ে বাঁচল বর

উজ্জ্বল রায়
পালিয়ে বাঁচল বর

নড়াইলে বিয়ের কনেকে ফেলে পালিয়ে বাঁচল বর। পাশাপাশি পালিয়ে বাঁচল বরের সঙ্গে আসা বরযাত্রীরাও। গতকাল বুধবার দুপুরে নড়াইলে লোহাগড়া কমিউনিটি সেন্টারে বিয়ের আসরে ইউএনও সেলিম রেজা উপস্থিত হওয়ার পরেই এমন ঘটনা ঘটে।

কনের বাবা জহুর বিশ্বাস। বর ইকবার হোসেন গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া এলাকার বাসিন্দা।

লোহাগড়া কমিউনিটি সেন্টারে আয়েশা খানম (১৪) নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ে আয়োজন হয়। এমন কথা শুনে বিয়ে বন্ধ করতে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা সেখানে উপস্থিত হোন।

এই খবর শুনেই বিয়ে করতে আসা বর দৌড়ে পালিয়ে যান। এবং সেই সঙ্গে পালিয়ে যান বরের সাথে আসা বরযাত্রীরাও। সেলিম রেজা উপস্থিতিতে বন্ধ হল এ বাল্যবিবাহ। পরে উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না এ মর্মে কনের মায়ের কাছ থেকে মুচলেকা নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।