English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:০২

ময়মনসিংহ আইনজীবী সমিতিতে সরস্বতী পুজা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ

অনলাইন ডেস্ক
ময়মনসিংহ আইনজীবী সমিতিতে সরস্বতী পুজা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ

 

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আইনজীবী সমিতির বাজেট আলোচনায় আওয়ামীলীগ সমর্থক ও মুক্তিযুদ্ধের সংগঠক বারের সাবেক সভাপতি এড, আনিসুর রহমান খান আলোচনায় যোগ দিয়ে বার এ সরস্বতী পুজা নিয়ে সমালোচনা করে বলেন, ১৩৬ বছরের ইতিহাসে বারে কোন পুজা হয়নি। এখন এভাবে পুজা হলে হিন্দুদের অনেক পুজা আছে,যা বারে হবে।   আইনজীবী সমিতির শহীদ আমিনুল হক ভবন মিলনায়তনে ২০১৬ সনের ১লা ফেব্র“য়ারী থেকে ২০১৭ সনের ৩১শে জানুয়ারী পর্যন্ত বাজেট নিয়ে আলোচনার এক পর্যায়ে আওয়ামীলীগ সমর্থক ও মুক্তিযুদ্ধের সংগঠক এড. আনিসুর রহমান একথা বললে এর প্রতিবাদ করেন বারের সাবেক সেক্রেটারী এড,বিকাশ রায়, এড, আশোক কুমার ঘোষ ও এড. পিযুষ কান্তি সরকার,এড. প্রনব কুমার সাহা রায় । তারা বলেন, দেশের সুপ্রিম কোট বার,হাইকোর্ট বার সহ ৪০ টি বার সমিতিতে সরস্বতী পুজা হয়েছে। ১৩৬ বছরে হয়নি বলে এখনো হবে না এটা কি ঠিক? হিন্দু সম্প্রদায়ের আইনজীবীরা বলেন, এড আনিসুর রহমান খান এর এ বক্তব্য ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়া হয়েছে। যা বাঞ্ছনিয় নয়। এটা উনার মুখ দিয়ে বের হবে তা বিশ্বাস করাও কঠিন। কারন একটি অসাম্প্রদায়িক দেশ গঠনের লক্ষ্যে এ দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই মুক্তিযুদ্ধে অংশ নিয়ে মাতৃভুমিকে হানাদার মুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়। এড. বিকাশ রায়, এড,অশোক কুমার ঘোষ , এড প্রনব কুমার সাহা রায় ও এড. পিযুষ কান্তি সরকার সাম্প্রদায়িক এ বক্তব্যের তীব্র সমালোচনা করেন। পরে আইনজীবী সমিতিতে সরস্বতী পুজা পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখ্য ময়মনসিংহ আইনজীবী সমিতিতে আ’লীগ,বিএনপি,জামায়াত,জাসদ সহ বিভিন্ন সংগঠনের আইনজীবীরা থাকলেও কেউ এ ধরনের সাম্প্রদায়িক বক্তব্য কখনো প্রকাশ্যে বলেননি। এড.আনিসুর রহমান খান যখন এ বক্তব্য দেন, তখন ডায়াসে ছিলেন বারের নব নির্বাচিত সভাপতি এড.বাঁধন কুমার গোস্বামী, সেক্রেটারী এড. নুরুল হক, সহ সভাপতি এড, রাখাল চন্দ্র সরকার, বারের সভা পতি এড.গিয়াসউদ্দিন, এড. আব্দুর বারী প্রমুখ।