English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:১৫

নড়াইলে শুরু হচ্ছে দু’দিন ব্যাপি মতুয়া সম্মেলন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে শুরু হচ্ছে দু’দিন ব্যাপি মতুয়া সম্মেলন

 

সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলা হিসেবে খ্যাত মতুয়া সম্মেলন। আর এ উপলক্ষে নড়াইল সদর উপজেলার অন্তর্গত ১নং নলদী ইউনিয়নের গোপালপুর গ্রামে দু’দিন ব্যাপি মতুয়া সম্মেলনের আয়োজন করা হয়েছে। ৫ম বারের মতো অনুষ্ঠিত এ জাকজমকপূর্ণ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন ওড়াকান্দির পদ্মনাথ ঠাকুর। এছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সনাতন ধর্মের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করবেন। অনুষ্ঠানসূচির মধ্যে থাকছে, ধর্মীয় আলোচনা,  স্নানোৎসব সহ আরও অনেক কিছু। নলদী ইউনিয়নের ইউপি সদস্য মিঠু মোল্যার উদ্যোগে প্রতিষ্ঠিত মন্দির সংলগ্ন পুকুরে সনাতন ধর্মাবলম্বীরা মনের আশা পূরণের লক্ষ্যে এ পুকুরে স্নান কার্য সম্পন্ন করবে। এ মতুয়া সম্মেলনে গত বছরে অংশগ্রহণকারী ৮৫ টি দল আবারও অংশগ্রহণ করছে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকেও হাজার হাজার ভক্তের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। প্রতি বছরের ন্যয় পাশ্ববর্তী রাষ্ট্র ভারত থেকেও ধর্মভীরু গন্যমান্য ব্যক্তিত্বরাও উপস্থি হবেন বলে অনেকে আশাবাদী। স্থানীয় ইউপি সদস্য মিঠু মোল্যা জানান, মতুয়া সম্মেলনটি নলদী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি প্রধান উৎসব। আর উৎসবকে ঘিরে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ইউনিয়নকে। নিরাপত্তাকে আরও জোরদার করার জন্য তিনি প্রশাসনের দৃষ্টিও কামনা করেছেন। এছাড়াও মতুয়া সম্মেলন সংক্রান্ত সকল খবর প্রকাশের জন্য তিনি নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাকে অনুরোধ জানিয়েছেন।