English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:২১

নারায়ণগঞ্জে ৫৮ হাজার ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে ৫৮ হাজার ইয়াবাসহ আটক ২

 

নারায়ণগঞ্জে  ৫৮ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার ৫০০ টাকা ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়। ইয়াবা বহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় র‌্যাব। আটককৃতরা হলো- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বেলঘরের অহিদুর রহমানের ছেলে আলী আহাম্মেদ এবং একই জেলার সদর দক্ষিণ থানার বালুয়াচর ধনপুরের মৃত মুসলিম মিয়ার ছেলে আবদুল জলিল।

সংবাদ সম্মেলন র‌্যাব-১১ এর সিইও লে. কর্নেল আনোয়ার লতিফ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের নয়াবাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখি একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালায়। এ সময়  ৫৮হাজার ৭৭৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১২ হাজার  ৫৯০ টাকা উদ্ধার করা হয় এবং  কাভার্ডভ্যানসহ দুইজনকে আটক করা হয়।