English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৫২

সন্ত্রাসীদের হামলায় চার পুলিশ আহত!!

নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাসীদের হামলায় চার পুলিশ আহত!!

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ হামলায় একজন উপপরিদর্শকসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস মিয়া, কনস্টেবল ইব্রাহিম, আযম খান ও ছিদ্দিকুর রহমান। মঙ্গলবার রাতে এ হামলা হয়। পুলিশ জানায়, আশুগঞ্জ সার কারখানা রোডের একটি চাতালকলে বসে মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় দুজনকে আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সদর সার্কেল এএসপি শাহরিয়ার আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সার কারখানা এলাকায় অভিযান চালাতে গেলে ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল পুলিশের উপর হামলা চালায়। এতে উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস মিয়া, কনস্টেবল ইব্রাহিম, আযম খান ও ছিদ্দিকুর রহমান আহত হয়।