English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:১৬

মহেশখালীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক
মহেশখালীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

 

কক্সবাজারের মহেশখালীতে দুই দল ডাকাত ও পুলিশের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে একাধিক মামলার এক আসামি নিহত হয়েছেন। নিহত মো. মুরাদ (৩২) দাড়িয়ারখা এলাকার শাহাদাত হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে।বুধবার ভোরে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দাড়িয়ারখা এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

পুলিশ বলেছে, ভোরে দাড়িয়ারখা এলাকায় দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে মুরাদকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।মহেশখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও সাতটি গুলি উদ্ধার করেছেন তারা।