English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ২২:১০

পটিয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪০

অনলাইন ডেস্ক
পটিয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪০

চট্টগ্রামে পটিয়া উপজেলার গৈকড়লারটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। তবে প্রান হারানোর খবর এখন পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনার পর স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতদের মধ্যে ১৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মো. সৈয়দুল হক (৪৭), মোজাফফর ইসলাম (৩৫), মো. মুছা (৩৮), আবু নাঈম (৩০), সুমি দাশ (২২), আবুল কালাম (৩৫), চন্দনাইলে দিল নওয়াজ (১০), বূপক বড়ুয়া (৫৫), নয়ন আচার্য (৩৬), পিঙ্কল শর্মা (২৮), খালেদা বেগম (২৫), গুরা মিয়া (৫০), চেমন আরা খাতুন (৫০), সুজন (২৪), কমল শীল (৩০), পুলিশ দাশ(৪৫), সজল কান্তি পাল(৫০), মোস্তাফিজুর (৪৫) ও লাইলা বেগমসহ (৬০)।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি সাতকানিয়া থেকে চট্টগ্রামে যাওয়ার পথে পটিয়া উপজেলার নাইখাইন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে দুর্ঘনাকবলিত গাড়িটি উদ্ধার করে হলেও চালক পালিয়ে যায়।