English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৫০

দেড় লাখ টাকার ইয়াবাসহ আটক ১

অনলাইন ডেস্ক
দেড় লাখ টাকার ইয়াবাসহ আটক ১

 

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য মেম্বারপ্রার্থী নুরুল হককে (৩৮) দেড় লাখ টাকা মূল্যের ৫০০ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাঘেরখাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নুরুল হক পুটিজুরী ইউনিয়নের বাঘদাইর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ইতোমধ্যে পুটিজুরী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য মেম্বারপ্রার্থী হিসেবে পোস্টার-ফেস্টুনের মাধ্যমে নিজের প্রচারণা শুরু করেছেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন পিপিএম জানান, স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ ইয়াবার একটি বড় চালানসহ নুরুল হককে আটক করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক নুরুল হক দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। সোমবার রাতে পুটিজুরী ইউনিয়নের বাঘেরখাল এলাকায় ইয়াবা বিক্রি করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েন।