English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৫৯

চাকরী জাতীয়করনের দাবিতে নড়াইলে তিনদিনের অর্ধদিবস কর্মবিরতি শুরু

নড়াইল প্রতিনিধি
চাকরী জাতীয়করনের দাবিতে নড়াইলে তিনদিনের অর্ধদিবস কর্মবিরতি শুরু

 

কমিউনিটি হেল্থ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) দের চাকরী জাতীয় করনের দাবিতে নড়াইলে তিনদিনের অর্ধদিবস কর্ম বিরতী শুরু হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্তু কর্মবিরতী পালন করেন। এদিকে হঠাৎকরে কর্মবিরতী পালন করায় বিভিন্নস্থান থেকে আগত রোগীরা পড়েছে বিপাকে। সদর উপজেলার গুয়াখোলা কমিউনিটি সেন্টারে আসা সুনিলা বিশ্বাস (৮০), অলোকা বিশ্বাস, উৎপলসহ অনেক রোগী ঔষুধ নিতে এসে সকাল থেকে বসে আছেন বাড়ির কাজ ফেলে রেখে। তরা জানান, কর্মবিরতী চলছে শেষ হলে ঔষুধ দেয়া হবে বলে জানানো হয়েছে।

কমিউনিটি হেল্থ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) জেলা শাখার সভাপতি সাগর সেন জানান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা তৃনমুলের জনগনের দোরগেড়ায় পৌঁছে দিতে ২০১১ সালে নিয়োগ প্রদান করেন। জেলায় ৯৪ জন সিএইচসিপি কর্মরত রয়েছে। একাধিকবার জাতীয় করনের জন্য চিঠি দেয়া হলেও আজও করা হয়নি। মানীয় প্রধানমন্ত্রীর হস্থক্ষেপও কামনা করেন তিনি।