English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৩০

যশোরে বাস-ট্রাকের সংঘর্ষ:নিহত ২, আহত ২০

নিজস্ব প্রতিবেদক
যশোরে বাস-ট্রাকের সংঘর্ষ:নিহত ২, আহত ২০

 

যশোর-মাগুরা সড়কের লেবুতলা নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ২০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহম্মেদ বলেন, গ্রিন লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে যশোর আসছিল। সকালে ভাটার আমতলা এলাকায় এলে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।