English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৩০

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া:শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন

নিজস্ব প্রতিবেদক
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া:শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, বিদ্যাদেবী সরস্বতী মায়ের কাছে আরাধনা করো, যাতে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের মতো সৎ, সাহসী ও দেশমাতৃকা রক্ষায় যোগ্যতা অর্জন করতে পারো। ভালো করে লেখাপড়া করলে সুন্দর জীবন গঠন করা সম্ভব। সারাদেশে হিন্দু সম্প্রদায়ের বিদ্যাদেবী সরস্বতী পূজা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্যাপিত হচ্ছে। এখানে হিন্দু-মুসলমানদের এক মিলনমেলা দেখা যায়। তিনি গতকাল শনিবার মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী দাস তারার বাড়িতে পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, হিন্দু-মুসলমানের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ রয়েছে তা আজকের এই মিলনমেলা প্রমাণ করে। এ বাড়িতে আসতে যে রাস্তাটি রয়েছে, তা অত্যন্ত সরু ও কাঁচা। তাই অচিরেই রাস্তাটি প্রশস্ত করে পাকা করা হবে। এছাড়া তিনি এ বাড়িতে একটি স্থায়ী পাকা মন্দির করার আশ্বাস প্রদান করেন।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী দাস তারার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল। উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সঞ্জিব দেব, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহম্মেদ মঞ্জু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, মতলব পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নুরু, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটাঃ ডাঃ একেএম মাহাবুবুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন প্রধান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, মতলব পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান, লেয়াকত আলী প্রধান, আনিছুজ্জামান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শংকর রাও নাগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শাহির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম আলেক, চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম ঘোষ, গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রতন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আল-আমিন ফরাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ কচি, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তামজীদ সরকার রিয়াদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মাঈন উদ্দিন রানা, যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন হোসেন আকাশ, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মোঃ কামাল হোসেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন। মন্ত্রী অনুষ্ঠানস্থলে পেঁৗছার পর মন্দির কমিটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।