English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৫৪

সন্ত্রাসী হামলায় স্কুলছাত্র রক্তাক্ত; ছবি তুলতে ব্যাস্ত ‘দর্শকরা’!

নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাসী হামলায় স্কুলছাত্র রক্তাক্ত; ছবি তুলতে ব্যাস্ত ‘দর্শকরা’!

 

মানবতার চরম অধ:পতন! স্কুলছাত্র শাওনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লোকজন জড়ো হয়ে যায়। কিন্তু কেউ এগিয়ে আসেনি সেই কিশোরটিকে হাসপাতালে নেয়ার জন্য।বরং সবাই মোবাইলফোনে ছবি তুলতে ব্যাস্ত হয়ে পড়ে! আর কিছু লোক দাঁড়িয়ে থাকে ভাবলেশহীন ভাবে। যেন কোন তামাশা চলছে। কিছুক্ষণ পর কিছু লোক উদ্যোগী হয়ে তাকে হাসপাতালে নেয়। বৃহস্পতিবার কুয়াকাটার মিশ্রিপাড়ায় ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাওন(১৪) নয়ামিশ্রী পাড়ায় তাদের বাড়ি থেকে স্কুলের দিকে যাচ্ছিল। স্কুলের কাছাকাছি পৌঁছলে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শাওনের পরিবার।কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্মরত ডা. কামরুজ্জামান বলেন, শাওনের মাথায় আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।